হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর বিশেষ অভিযানে প্রায় ৫৪ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদক ও চোরাচালানপণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মদ, বিয়ার, কসমেটিকস, আতশবাজি, ফুচকা এবং একটি কাভার্ড ভ্যান।
৫৫ বিজিবির অধীন হবিগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা গতকাল (২৬ আগস্ট) চুনারুঘাট উপজেলার তেলিয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যানে করে পাচারের সময় প্রায় ৫৩ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করে। একইদিন সীমান্তবর্তী সাতছড়ি ও মাধবপুর এলাকায় পৃথক অভিযানে মদ ও বিয়ার এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ফুচকা ও আতশবাজি উদ্ধার করা হয়।
৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, "মাদকের বিরুদ্ধে বিজিবি যুদ্ধ ঘোষণা করেছে। সীমান্ত এলাকাকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।"তিনি আরও জানান, জব্দকৃত পণ্যসমূহ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হচ্ছে।বিজিবি সূত্রে জানা গেছে, চলতি আগস্ট মাসে এ পর্যন্ত বিজিবির বিভিন্ন অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের চোরাচালানপণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭