ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

হবিগঞ্জে জেলা কৃষক লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম গ্রেফতার


আগস্ট ১২, ২০২৫ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

‎হবিগঞ্জ প্রতিনিধি:   ‎হবিগঞ্জে যৌথবাহিনীর অভিযানে জেলা কৃষক লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী (৫৭) গ্রেফতার।‎মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে শহরের বৃন্দাবন কলেজ সড়ক থেকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।  ‎গ্রেফতারকৃত শফিকুল ইসলাম চৌধুরী বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের মৃত আব্দুল কাদের চৌধুরীর ছেলে।

তিনি বানিয়াচং থানায় নাইন মার্ডার মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে দায়েরকৃত মামলায় অভিযুক্ত ছিলেন। বর্তমানে তিনি হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার ‘আলিম কুঠি’ নামক স্থানে বসবাস করছিলেন।‎হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম শাহাবুদ্দিন শাহিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলার অন্যান্য তদন্তও দ্রুত এগিয়ে নেওয়া হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।