নিজস্ব প্রতিবেদক: জনকণ্ঠ পত্রিকায় এক অভূতপূর্ব সংকটের সৃষ্টি হয়েছে। পত্রিকাটির মালিকপক্ষ আকস্মিকভাবে ২০ জন অভিজ্ঞ ও স্থায়ী সাংবাদিককে ছাঁটাই করে দেয়ায় পুরো সংবাদকর্মী মহলে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।সূত্র জানায়, সম্প্রতি আওয়ামী লীগের একটি রাজনৈতিক কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জনকণ্ঠ পত্রিকার ব্যানার রঙ লাল থেকে কালো করে দেয়া হয়। কিন্তু এ সিদ্ধান্তের বিরোধিতা করে কিছু সাংবাদিক প্রতিবাদ জানান। তাদের মতে, একটি নিরপেক্ষ গণমাধ্যমের এভাবে একতরফাভাবে রাজনৈতিক অবস্থান গ্রহণ করা উচিত নয়।
এই মতপ্রকাশের পরপরই মালিকপক্ষ হঠাৎ করে ২০ জন সাংবাদিককে চাকুরিচ্যুত করে। ছাঁটাই হওয়া সাংবাদিকদের মধ্যে রয়েছেন নিউজ এডিটর, সিনিয়র রিপোর্টার, সাব-এডিটর, গ্রাফিক ডিজাইনারসহ গুরুত্বপূর্ণ পদে কর্মরতরা।ঘটনার প্রতিবাদে জনকণ্ঠের বাকি সকল সাংবাদিক একযোগে সংবাদ পরিবেশন বন্ধ রাখার ঘোষণা দেন। তারা বলেন, “এটি শুধুই কর্মচ্যুতি নয়, এটি মতপ্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ ও ভিন্নমত দমন করার একটি চক্রান্ত।”
সাংবাদিক ইউনিয়ন এবং বিভিন্ন মিডিয়া সংস্থাও এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এক বিবৃতিতে বলেছে, “জনকণ্ঠে গণছাঁটাই ও মতপ্রকাশের স্বাধীনতা হরণের এ ঘটনা দুঃখজনক ও গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী।”জনকণ্ঠের সাংবাদিকরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ছাঁটাই আদেশ বাতিল এবং সকল ছাঁটাইকৃত সহকর্মীদের পুনর্বহাল না করা পর্যন্ত তারা পত্রিকার সংবাদ প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করবেন না।ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত সাংবাদিকরা।