ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫

স্বামীর পরকীয়ার প্রতিবাদে সন্তান সহ স্ত্রীর সংবাদ সম্মেলন।


আগস্ট ২৫, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি:    পরকীয়া পরবর্তীতে বিবাহ স্ত্রী সহ সন্তানদের নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ায়। স্বামীর বিরুদ্ধে সন্তান সহ স্ত্রীর সংবাদ সম্মেলন।( ২৫ আগষ্ট সোমবার) বেলা ১২ টার সময় ঝিনাইদহ জেলা প্রেস ইউনিটির কার্যালয়ে ভুক্তভোগী সন্তান সহ স্ত্রী সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পত্র পাঠ করেন।

স্ত্রী সোনিয়া সুলতানা (৩৪) পিতা আসলাম গাজী মাতা সাজেদা বেগম গ্রাম আশাশুনী পৌরসভা ৬নং ওয়ার্ড সাতক্ষীরা।বিগত ২০১১ সালে গার্মেন্টসে কাজের সন্ধানে ঢাকা আশুলিয়া যায়। গার্মেন্টসের কাজ করা অবস্থায় মানিকগঞ্জের মোঃ রতন শিকদার পিতা মৃত এলাহী মাতা খোদেজা এর সাথে পরিচয় হয়।এরপর দুই পরিবারের সম্মতিতে ঐ একই বছরের মার্চ মাসের ১৫ তারিখে সাভার নবীনগর স্হানীয় এক কাজী অফিসে গিয়ে আমাদের বিবাহ অনুষ্ঠিত হয়। বিবাহের পর থেকে আমাদের সংসার জীবন সুখময় কাটতে থাকে।

আমরা দুজনে গার্মেন্টসে চাকরি করে সেই অর্থ দিয়ে সাভারের তৈয়বপুর গ্রামে ডাকঘর জিরাবো ১৩৪১ সাভার ঢাকা তে স্বামীর নামে জমি ক্রয় করে সরল বিশ্বাসে সেখানে একটি বাসা বাড়ি করি।সংসার জীবনে প্রথমে একটি কন্যা সন্তান জন্ম হয় মরিয়ম যার বর্তমান বয়স ১৩ বছর। এরপর দ্বিতীয় পুত্র সন্তান তানজিল যার বর্তমান বয়স ৯ বছর। তৃতীয় সন্তান মেয়ে জন্মের কয়েক দিন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই সোনার সংসারে বরিশালের জান্নাত নামে এক মেয়ের পরকীয়ায় পড়ে আমার স্বামী রতন শিকদার। পরকীয়ার জেরে সংসারে নেমে আসে আমি সহ আমার সন্তানদের উপর নির্যাতনের ইস্টিম রোলার।

পরকীয়ার জেরে জান্নাত নামে সেই মেয়েকে বিবাহ করে।বিবাহের পর জান্নাত কে পাঠিয়ে দেয় জর্ডান নামক দেশে।এবার নির্যাতনের তীব্রতা শুরু হয় আরও যন্ত্রণাদায়ক। শেষ পর্যন্ত প্রায় বিবাহের উপযুক্ত মেয়ে ও ছেলে সহ আমাকে বাড়ি থেকে বের করে দেয়।আমি এখন কোথায় যাবো সারাজীবন কষ্টে অর্জিত অর্থ দিয়ে যে বাড়ি বানিয়েছিলাম স্বামী স্ত্রী দুজন মিলে সেটা থেকেও বঞ্চিত করল আমার স্বামী রতন শিকদার।

আমি আমার সেই সোনার সংসার ফিরে পেতে সন্তানদের কল্যাণে তাদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন।বর্তমান আমি ঝিনাইদহ শহরে সন্তানদের নিয়ে মামার বাড়িতে অবস্থান করছি।কন্যা সন্তান মরিয়মের কাছে জিজ্ঞাসা করতে গেলে ক্রন্দনরত অবস্থায় বলেন। আমরা পিতার কাছে আমার মাকে নিয়ে আগের মত করে বাঁচতে চাই। আমরা কি অপরাধ করেছি আমাদের বাবা মা কে এক সাথে সংসার জীবনে দেখতে চাই।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।