ঢাকারবিবার , ৩১ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

সিরাজগঞ্জে কাজিপুরে নদীভাঙন রোধ ও যমুনা উপজেলা গঠনের দাবিতে মানববন্ধন


আগস্ট ৩১, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

কাজিপুর উপজেলা প্রতিনিধি:    সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পূর্বপাড়ের ছয় ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দাবি—নদীভাঙন রোধ ও যমুনা উপজেলা গঠন। কয়েক বছর ধরে এ দাবিতে আন্দোলন করে আসছে ভাঙনকবলিত এলাকার মানুষ। রবিবার (৩১ আগস্ট) কাজিপুরের নিশ্চিন্তপুর ইউনিয়নের ছয় নম্বর নৌকা ঘাটে যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে একটি ব্যাপক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, যমুনা নদীর ভাঙনে কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর, মনসুরনগর, চরগিরিশ, তেকানি, নাটুয়ারপাড়া ও খাসরাজবাড়ী ইউনিয়নের হাজারো মানুষ বছরের পর বছর ভিটেমাটি ও কৃষিজমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে, অথচ কার্যকর নদী রক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নেই।বক্তারা আরও বলেন, ভাঙনকবলিত এ ছয় ইউনিয়নকে নিয়ে নতুন যমুনা উপজেলা গঠন করলে প্রশাসনিক সেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছাবে। একই সঙ্গে নদীভাঙন রোধে দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান তারা।

ক্ষতিগ্রস্ত এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন,
“ভাঙনের কারণে শত শত পরিবার ভূমিহীন হয়ে পড়ছে। কৃষিজমি হারিয়ে জীবিকা নির্বাহ কঠিন হয়ে যাচ্ছে। কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে।”

 

এসময় বক্তব্য রাখেন আবদুল কাদের, সাবেক চেয়ারম্যান; ইঞ্জিনিয়ার সুমন ইসলাম; ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ ও মুদাসসির।মানববন্ধনে অংশ নেন ছাত্র, যুব সমাজ, কৃষক, বিভিন্ন পেশার মানুষ ও সাংবাদিকরা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।আয়োজক সংগঠন হুঁশিয়ারি দিয়েছে, দাবি পূরণ না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।