সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: ২৮ আগস্ট বৃহস্পতিবার সকালে কাজিপুর উপজেলা শহরে লাল পতাকা মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে সমাবেশে বক্তারা বলেন, প্রয়াত কমরেড ইসমাইল হোসেন ছিলেন শ্রমিক-মেহনতি মানুষের প্রকৃত বন্ধু। তাঁর আদর্শ ও সংগ্রাম আগামী প্রজন্মকে ন্যায় ও সাম্যের সমাজ গঠনে অনুপ্রেরণা যোগাবে।
ফুটেজে অংশগ্রহণকারীরা):
সমাবেশে বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।অনুষ্ঠানে কাজিপুর উপজেলা ও ইউনিয়ন কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭