থানা প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে মাদরাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেছেন ঢাকা জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার পৌর মেয়র পদপ্রার্থী জনাব লায়ন মো খোরশেদ আলম ।
আজ শনিবার (১৬ আগস্ট) জুমার নামাজ শেষে স্থানীয় বাড্ডা ভাটপাড়া আ :গফুর ইসলামিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরন করা হয়।
এ সময় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার পৌর মেয়র পদপ্রার্থী মো খোরশেদ আলম,সভাপতিত্বে করেন আতাউর রহমান মেম্বার আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুল গফুর, বিএনপি নেতা আক্তার হোসেন বেপারী,৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, বিএনপি নেতা রাকিব হোসেন, ১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মনিবুর রহমান চম্পক,পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী,সাভার পৌর বিএনপির নেতা খান মজলিশ বাবু সহ সিনিয়র নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিএনপি নেতা খোরশেদ আলম বলেন, আমরা দোয়া করি আমাদের নেত্রী, মানবতার মা খুব দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে রাজনীতিতে আমাদের মাঝে ফিরে আসুক।তাঁর ৮০ তম জন্মদিনে আমরা এই দেশমাতার সুস্থতা কামনা করছি।এর আগে জুম্মার নামাজ শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।