ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫

সাপের কামড়ে ২ বছরের শিশুর মৃত্যু।


আগস্ট ৫, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি:    সাপের কামড়ে দুই বছরের কন্যা সন্তানের মৃত্যু হয়েছে বলে জানা গেছ ।(৫ আগষ্টের প্রথম প্রহর মঙ্গলবার)রাত আনুমানিক তিনটার সময় ঝিনাইদহ সদর উপজেলার সুতি দূর্গাপুর গ্রামের খোন্দকার সুরুজ মিয়ার মেয়ে সাদিয়া খাতুনের (২)সাপের কামড়ে মৃত্যু হয়েছে।

মৃতের বাবা,মা, চাচা জানান সোমবার দিনগত রাত মঙ্গলবার রাত তিনটার সময় ঘরের মেঝেতে মশারী টানিয়ে ঘুমিয়ে ছিলাম আমার স্ত্রী ও ২ বছরের কন্যা সাদিয়াকে নিয়ে। হটাৎ স্ত্রীর পায়ে ঠান্ডা অনুভব হলে আমাকে জানাই। তড়িঘড়ি করে উঠে টর্চ লাইট জ্বালিয়ে দেখি মশারীর মধ্যে সাপ। তাৎক্ষণিকভাবে ঘুম থেকে উঠে যায়। এরপর আমার ভাইদের ডাক দেয়।তারা এসে সাপ মারতে চেষ্টা করে সাপ ফ্রীজের ফাঁকে চলে যায় মারা সম্ভব হয়নি।

পরক্ষণেই সাদিয়া অসুস্থ অনুভব হলে পার্শ্ববর্তী মসজিদের হুজুরের নিকট নিয়ে যায় তখন হাত চালান দিয়ে দেখে সাপের বিষ নেই।এরপর আরও অসুস্থ বেশি হলে তালসার গ্রামে গ্রাম চিকিৎসক নেয়ামুলের নিকট নিয়ে যায়। নেয়ামুল নেবুলাইজার দিয়ে কোন পরিবর্তন না হলে হাসপাতালে নিয়ে যেতে বলে। পরক্ষণে ঐ গ্রামের সাপের বিষ নামানো এক ওঝা বাহার আলীর নিকট নিয়ে যায়।ওঝা দেখার পর হাসপাতালে নিয়ে যেতে বলে। কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এবিষয়ে কোটচাঁদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গোলাম মাহবুব জানান। সাদিয়া (২) নামের সাপে কাটা রোগী হাসপাতালে সকাল ছযটা পনের মিনিটের সময় নিয়ে আসেন রোগীর স্বজনেরা।আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।