নিজস্ব প্রতিবেদক: রাসেল শেখ মুন্সীগঞ্জের তরুণ লেখক ও সাংবাদিক। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত। আধুনিক চিকিৎসায় এই রোগটির নির্মূল সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে বর্তমানে অর্থের অভাবে ব্যয়বহুল এই চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না তার পরিবারের।মুন্সীগঞ্জের লেখক ও সাংবাদিক মহলে শেখ রাসেল ফখরুদ্দীন নামে তিনি বেশ পরিচিত মুখ। বিক্রমপুরের আঞ্চলিক ইতিহাস নিয়ে গবেষণা ও লেখালেখিতে বর্তমান প্রজন্মের তরুণ লেখকদের মধ্যে তিনি অন্যতম।
২০১০ সালের দিকে তিনি সাংবাদিকতা ও বিক্রমপুরের ইতিহাস নিয়ে গবেষণা শুরু করেন। কলেজে পড়াকালীন সময়ে তিনি বিভিন্ন মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে জড়িয়ে পড়েন। আত্মমানবতার কল্যাণে কাজ করার মানষে তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে সম্পৃক্ত হন। এসময় তিনি টঙ্গিবাড়ী উপজেলার উদয়াচল নামক একটি সামাজিক সংগঠনের সাথেও যুক্ত হন। ২০১১ সালের দিকি তার বেশ কিছু ছোট গল্প ও কবিতা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে তা পাঠক মহলে বেশ সমাদৃত হয়।
তিনি সবচেয়ে বেশি কাজ করেছেন বিক্রমপুরের ইতিহাস নিয়ে। বিভিন্ন পত্র পত্রিকায় বিক্রমপুরের ইতিহাস নিয়ে এ পর্যন্ত তার প্রায় এক হাজার ফিচার ছাপা হয়।তিনি স্থানীয় সাপ্তাহিক বিক্রমপুর চিত্র পত্রিকার সাহিত্য সম্পাদক। এছাড়াও তিনি মুন্সীগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের সহ-সভাপতি পদে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন।দীর্ঘদিন তিনি টঙ্গিবাড়ী প্রেসক্লাবের কার্যকরি সদস্য ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি মাসিক বিক্রমপুর, আমার বিক্রমপুর, মুন্সীগঞ্জ টাইমস, বিক্রমপুর চিত্র, মুন্সীগঞ্জের খবর, মুন্সীগঞ্জের বার্তা, বাংলার বর্ণমালা, দি নিউজ স্টেশন পত্রিকায় নিয়মিত লেখালেখি করেছেন।
রাসেল জানান, ২০২৩ সালের শেষের দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। নানাবিধ পরীক্ষা নিরিক্ষার পর তার মেরুদণ্ডের ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ১৩টি রেডিওথেরাপি ও ছয়টি কেমোথেরাপি নিয়েছেন। তার আরও পাঁচটি কেমোথেরাপি নিতে হবে। কেমোথেরাপির পর করাতে হবে মেরুদণ্ডের সার্জারি। ২১ দিন পর পর কেমোথেরাপি নিতে হয়। বর্তমানে আর্থিক টানাপোড়েনের কারণে তিনি একা তার চিকিৎসা খরচ চালাতে পারছেন না। তাই সমাজের সবার কাছে তিনি আর্থিক সাহায্যে সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মুজাফ্ফর হোসেন বলেন, শেখ রাসেল ফখরুদ্দীন একজন উদীয়মান লেখক ও সাংবাদিক। বিক্রমপুরের ইতিহাস নিয়ে বর্তমানে সে সবচেয়ে বেশি গবেষণামূলক লেখা লিখেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন তিনি সর্বস্ব খুইয়ে নিঃস্ব প্রায়। অর্থ-অভাবে চিকিৎসা নিতে পারছে না। তার চিকিৎসায় সকলকে এগিয়ে আশার আহ্বান জানাই।
রাসেলকে সাহায্য পাঠানো যাবে বিকাশের মাধ্যমে 01838559340। এছাড়াও পাঠানো যাবে তার ব্যাংক অ্যাকাউন্টে।
Islami Bank plc
Ac Name:Rasel Sheikh
Ac No:20504280200790504
Tongibari Branch.
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭