

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার আসামি শহীদুল ইসলামকে কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটেলিয়ান (র্যাব)।শনিবার (৯ আগস্ট) দুপুরে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি৷ আভিধানিক দল ইটনা বাজার এলাকায় অভিযান চালিয়ে "তালুকদার ঠাকুর গেষ্ট হাউজ" থেকে তাকে আটক করে।
র্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জের স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির জানান, হত্যাকাণ্ডের পর শহীদুল ইটনায় পালিয়ে এসে লুকিয়ে ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান চিহ্নিত করে আটক করা হয়। পরে তাকে র্যাব-১ এর কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার ঈদগাহ মার্কেট সংলগ্ন একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় হামলার শিকার হয়ে নিহত হন স্থানীয় দৈনিক প্রতিদিনের কাগজ এর গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিন।ঘটনার পরদিন নিহতের বড় ভাই মিজবা হোসেন বাসন থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত শহীদুলসহ আটজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মামলাটি র্যাব ও পুলিশ যৌথভাবে তদন্ত করছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭