কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের রুহের মাগফিরাত কামনায় কিশোরগঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক প্রতিদিনের কাগজের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি রকি হাসান ও সদ্য নিয়োগপ্রাপ্ত মুভি বাংলার স্টাফ রিপোর্টার মো. ইমরান হোসেনের উদ্যোগে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মুভি বাংলার স্টাফ রিপোর্টার ইমরান হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আহমাদ ফরিদ, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, নেহাল পার্কের স্বত্বাধিকারী মো. ওসমান গণি ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম ফকির মতি।
এছাড়া প্রেসক্লাবের কার্যকরী সদস্য আমিনুল ইসলাম সাদী, কার্যকরী সদস্য কাওসার আহমেদ টিটু, দিনকালের জেলা প্রতিনিধি এজেএম ছালেহ বাবুল, কালের নতুন সংবাদের সম্পাদক খাইরুল ইসলাম,দৈনিক ভোরের খবর জেলা প্রতিনিধি মো আল আমিন, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তফা শাওন, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রায়হান জামান, ভিওডি বাংলার জেলা প্রতিনিধি ওমর সিদ্দিক রবিন, দৈনিক সংবাদ চিত্রের স্টাফ রিপোর্টার মাহফুজুল হক খান জিকুসহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অসংখ্য সাংবাদিক এসময় উপস্থিত ছিলেন।সভায় বক্তারা মরহুম সাংবাদিক তুহিনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।