ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার হরি শংকরপুর ইউনিয়নের হালিয়ার বাকড়ী গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশ দিয়ে পাকা রাস্তার মোড় ঘুরে পরবর্তী মোড়ে রাস্তার দুই পাশের রাস্তার জমি দখল করে গৃহ নির্মাণ করেছে মিন্টু পিন্টু খন্দকার। মিন্টু পিন্টু খন্দকারের গৃহ নির্মাণের ফলে পূর্বে যে পানি বাহির হওয়ার ড্রেন ছিল তা বন্ধ হয়ে এখন এমন জলবদ্ধতা তৈরি হয়েছে যে এই মোড়ে রাস্তার উপর হাঁটু পরিমাণ পানি জমে যাচ্ছে। এই জমে যাওয়ার ফলে এই পাড়ার শতাধিক পরিবার সহ প্রতি দিন এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াতের চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। পাশে একটি প্রাথমিক বিদ্যালয় থাকার কারণে এই রাস্তার সমস্যার কারণে শিশুরা এই কাদা পানি পার হয়ে স্কুলে যেতে পারছে না। প্রায় বছর তিনেক এই সমস্যা তৈরি হয়েছে তবে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন এই প্রসঙ্গে তেমন সিদ্ধান্ত কার্যকারী পদক্ষেপ গ্রহণ করতে পারেননি। এ অবস্থায় এলাকার সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে।
হালিয়ার বাকড়ী গ্রামের মুক্তিযোদ্ধা নবের আলী শেখ বলেন এই রাস্তা দখল করে বাড়ি বানানোর কারণে পানি যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে যার কারণে এই পাড়ার শতাধিক পরিবার বাড়ি থেকে বের হতে পারছে না। আমরা চাই সরকারি জায়গা দখলমুক্ত করে পানি যাওয়ার ড্রেন করে দিলেই এই জলবদ্ধতার সমাধান হয়ে যায়। তাতে হাজারো মানুষের ভোগান্তি আর থাকে না। উনি আরো বলেন মোড়ের এই রাস্তা পূর্বে ৩০ লিংক মত ছিল বর্তমানে রাস্তা ১৫ লিংকে পরিণত হয়েছে। ১৫ লিংক সরকারি জমি দখলমুক্ত করে পাশ দিয়ে ড্রেন করে দিলেই আমরা এই জলাবদ্ধতা থেকে মুক্তি পাই।
এখানকার এক অটো চালক জানান যে অটো এবং ব্যাটারী চাল তো ভ্যান ব্যাটারীতে পরিচালিত হয় এখান দিয়ে যাওয়ার সময় এই ভ্যান এবং অটো ব্যাটারিতে পানি ঢুকে যাওয়ার কারণে আমাদের অটো এবং ব্যাটারি চালিত ভ্যান নষ্ট হয়ে যাচ্ছে। এর দায়-দায়িত্ব কে নেবে।
এই প্রসঙ্গে পিন্টু খন্দকার এর কাছে জিজ্ঞাসা করলে তিনি বলেন যে এই রাস্তা আগে ৩০ লিংক ছিল এখন ১৪-১৫ লিংক আছে তবে আমরা রাস্তার জায়গা দখল করিনি। আমাদের বিপরীত পাশে হয়তো পেতে পারে। তিনি আরো বিকল্প পথে পানির জলবদ্ধতা নিষ্কাশনের পথ দেখান। কিন্তু সেখান দিয়ে তার জায়গা আছে এবং অপরের জায়গায় ৫০ ফিট ড্রেন করতে হবে। ওই ব্যক্তি ড্রেন করতে রাজি না হওয়াতে বই পথে পানি বের হচ্ছে না।
হরিশংকরপুর ইউনিয়নের ইউপি সদস্য বদরুল হাসান লালুর সাথে কথা বললে সে বলে যে আমি সবাইকে ইউনিয়ন পরিষদে এসে অভিযোগ দিতে বলেছি অভিযোগ দিলে ইউনিয়ন পরিষদ একটি ব্যবস্থা গ্রহণ করবে। তাছাড়া রাস্তার জায়গায় কতখানি আমি তা জানি না। ইউনিয়ন পরিষদের সার্ভেয়ার দিয়ে রাস্তার জায়গা মাপার কথা বললে সে এ ব্যাপারে কোন উত্তর দিতে পারেনি। তবে এলাকাবাসী জানিয়েছে আগামীকাল তারা ইউনিয়ন পরিষদের সামনে সরকারি জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন করবে।