

কেএম সবুজ: রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা একটি রাজনৈতিক মামলায় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।সোমবার সকাল ১০টার দিকে তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন পুরান ঢাকার সিএমএম কোর্টে। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে কৃষকদল। দলটির নেতারা অভিযোগ করেছেন, আওয়ামী সরকার থাকাকালীন সময়ে দমন–পীড়নের অংশ হিসেবেই এই মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে শহিদুল ইসলাম খান বাবুলের মুক্তি দাবি করেন।
এদিকে আদালতের এ নির্দেশে কৃষকদলের নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। তারা জানিয়েছেন, আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্যই আওয়ামিলীগ ক্ষমতায় থেকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের কারাগারে পাঠিয়েছে।আইনজীবীরা জানান, মামলার নথি পর্যালোচনা করে যথাসময়ে উচ্চ আদালতে জামিন আবেদন করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭