রংপুর প্রতিনিধি: সাহসী সাংবাদিক সম্মাননা পেয়েছেন রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) এর সাধারণ সম্পাদকসহ ৯ সাংবাদিক। সম্মাননা প্রাপ্তরা হলেন- এনটিভির সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট একেএম মঈনুল হক, সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) এর সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার সরকার মাজহারুল মান্নান, এনটিভির স্টাফ ক্যামেরাপারসন আসাদুজ্জামান আরমান ও যমুনা টেলিভিশনের চিত্রসাংবাদিক আলমগীর হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আনোয়ার হোসেন (সকালের বাণী), আবু সাঈদ (সংবাদ), আল-আমিন সাদিক সায়েম (ওয়াল্ড গ্লোবাল টিভি), সাজ্জাদুর রহমান (সমকাল) ও তাওহীদুল হক সিয়াম (নয়াদিগন্ত)। সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে তাদের হাতে সম্মাননা পত্রের পাশাপাশি আর্থিক অনুদানের চেকও তুলে দেয় অতিথিরা।
গত রবিবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর তথ্য ভবনের ডিএফপি অডিটরিয়ামে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার ও আহত এবং সাহসী সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ প্রমুখ।
অনুষ্ঠানে শুধু সাহসী সাংবাদিকতাই নয়, জুলাইয়ের অভ্যুত্থানে শহীদ পাঁচ সাংবাদিকের পরিবার এবং আহত সাংবাদিকদেরও সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে শহীদ সাংবাদিক, আহত ও সাহসী সাংবাদিকতায় মোট ১৯৭ জনকে এই সম্মাননা দেওয়া হয়েছে।এ বিষয়ে রংপুর সাংবাদকি ইউনয়িন আরপইিউজরে সভাপতি সালকেুজ্জামান সালেক বলনে, সরকার মাজহারুল মান্নান ন্যায় ও নিষ্টার সাথে কাজ করে, সব সময় সত্য নিউজ তুলে ধরার চষ্টো করে, অন্যায়রে সাথে কখনো মাথা নত করে না।
রংপুর সাংবাদকি ইউনয়িন আরপইিউজরে সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান বলনে, অনকে সময় নীতি নৈতিকতার বিষয় চলে আসে সখোন থকেে বরে হয়ে সৎ সাহসী ভাবে সাদা কে সাদা কালোকে কালা বলার সাহসকিতা অব্যাহত থাকা দরকার তাহলে স্বাধীন সাংবাদকিতা করা সম্ভব।রংপুরের ৯ জন সাংবাদিক ‘সাহসী সাংবাদিক সম্মাননা’ পাওয়ায় সম্মাননা প্রাপ্তদের অভিনন্দন জানিয়েছে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে), রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব রংপুর, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, রংপুর রিপোর্টার্স ক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন-টিসিএ রংপুর, মাহিগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।উল্লেখ্য, চব্বিশের জুলাই আন্দোলন চলাকালীন সময়ে ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। সেই সংঘর্ষের ভিডিও সরাসরি ধারণ ও প্রচারে অন্যতম ছিলেন এই ৯ সাংবাদিক।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭