মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে ব্যস্ততম সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবককে মেরে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার রামগোপালপুর এলাকায় এই মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থা ইব্রাহিম (২৭) কে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও তার সঙ্গি আল-আমিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে চাঁদবাজ সন্ত্রাসী গ্রুপ।
আহত ইব্রাহিম বলেন, আমার বন্ধু আল আমিন (২৭) উভয়ে মটর সাইকেল যোগে সিপাহীপাড়া যাওয়ার পথে মিরকাদিমের রামগোপালপুর এলাকায় আসার পর দেখতে পাই পাশ্ববর্তী এলাকার বিনোদপুরের আনোয়ার হোসেনের ছেলে মোঃ রাসেল (৩৫),শরীফ (২০), শাহরুখ (২৫) রা বিভিন্ন যানবাহনের গতিরোধ করে টাকা আদায় করছিল। ফলে উক্ত কারণে রাস্তায় যানজট সৃষ্টি হয়। আমি সহ আমার বন্ধু এর প্রতিবাদ করায় চাঁদাবাজ গ্রুপটি আমাদের কাছ থেকেও টাকা দাবী করে। এক পর্যায়ে বিবাদীরা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি ভাবে মারধর করে রক্তাক্ত জখম করে৷
এঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মুুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন, মারামারি ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭