ঢাকাবৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন প্রেস সচিব


আগস্ট ১৪, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:  মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে দারুণ এক সুখবর দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।তিনি বলেছেন, মালয়েশিয়ায় যেসব বাংলাদেশি শ্রমিক কাজ করছেন তারা এখন থেকে মালয়েশিয়ান শ্রমিকদের মতোই সামাজিক সুবিধা ও সুরক্ষা ভোগ করবেন।বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

শফিকুল আলম জানান, সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরকালে সে দেশের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে (ডেলিগেশন লেভেল টকসে) এ সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।এ ছাড়া সরকার হালাল ইকোনমিক জোন বা হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরিতে বেশ গুরুত্ব দিচ্ছে বলেও জানান প্রেস সচিব। তিনি বলেন, ইন্ডাস্ট্রিয়াল পার্কে হালাল পণ্য তৈরি হবে যা স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হবে। দেশে হালাল পণ্যের তিন মিলিয়ন ডলারের মার্কেট রয়েছে।

মালয়েশিয়া সফরকালে প্রধান উপদেষ্টা এ বিষয়ে আলোচনা করেছেন উল্লেখ করে শফিকুল আলম বলেন, আমাদের দেশে বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যা রয়েছে। মালয়েশিয়ার হালাল ইকোসিস্টেম খুব উন্নত। তাদের ১৪টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা ইকোনমিক জোন রয়েছে যেখানে হালাল পণ্য (ফুড, কসমেটিক ও মেডিসিন ও অন্যান্য পণ্য উৎপাদন হয়। সফরকালে প্রধান উপদেষ্টা হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক বাংলাদেশে গড়ে তোলার লক্ষ্যে সে দেশ থেকে বিশেষজ্ঞ চেয়েছেন।

মালয়েশিয়ায় যারা হালাল ইকোসিস্টেম দেখে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে খুব শিগগিরই বিশেষজ্ঞ দল পাঠাবেন বলে জানিয়েছেন।প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।