

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী ও তার সহযোগী মোনায়েম খানকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। অভিযানে ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
যৌথবাহিনী জানায়, ১৫ আগস্ট গভীর রাতে উপজেলার কালিকাপুর এলাকায় চাঁদাবাজির শিকার এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামিল চৌধুরী ও মোনায়েম খানকে আটক করা হয়।
অভিযানের উপস্থিতি টের পেয়ে আরও তিনজন অভিযুক্ত- পানেল মিয়া, মো. রোকন ও নির্জন মিয়া পালিয়ে যায় বলে জানিয়েছে যৌথবাহিনী।
চাঁদাবাজি প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭