সাভার ও ধামরাই প্রতিনিধি: গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার দুপুরে ধামরাইয়ের ইসলামপুর বাসস্ট্যান্ডের সবুজ সংঘ ক্লাবে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাতে মাদ্রাসার এতিমখানার ছাত্রদের অংশগ্রহণে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এই বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে সবার মাঝে তোবারক বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল,১নং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার,সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভসহ সকল ইউনিটের ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।