স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারমূলক একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ফেসবুক, টিকটকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভিডিওটি ভাইরাল হয়, যা নিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
দলীয় সূত্র জানায়, ভিডিওটি পরিকল্পিতভাবে সম্পাদনা ও প্রচার করা হয়েছে হাবিবুর রহমান হাবিবের ব্যক্তিগত এবং রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে। বিএনপির একাধিক নেতা অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বলেন, “এই ধরনের ভিডিও সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক এবং রাজনৈতিক প্রতিহিংসার অংশ। এর মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে হাবিবুর রহমান হাবিবের জনপ্রিয়তা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।”তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ ধরনের অপপ্রচার বন্ধ ও দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের গুজব ও মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।