হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে পাপন চন্দ্র গোপের তীব্র নিন্দা ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বানিয়াচং উপজেলা শাখা।সংগঠনটির সভাপতি মাধব দেব এবং সাধারণ সম্পাদক এক বিবৃতিতে বলেন, পাপন চন্দ্র গোপের এই কর্মকাণ্ড ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তারা আরও বলেন, পূজা উদযাপন পরিষদ কখনও অন্যায় বা ধর্মীয় অনুভূতিতে আঘাতের সমর্থন করে না এবং সব সময় অন্য ধর্ম ও দেশের আইনকে শ্রদ্ধা জানায়।
বিবৃতিতে আলেম-উলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রশাসন ও স্থানীয় মুসলিম জনগণের উদারতা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়েছে। সংগঠনটি সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে।নেতৃবৃন্দ দাবি করেন, পাপন চন্দ্র গোপসহ সমস্ত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কঠোর আইনানুগ শাস্তি নিশ্চিত করতে হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭