ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি: মির্জা ফখরুল


আগস্ট ১৯, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:   পিআর পদ্ধতিতে বিএনপি নির্বাচনের পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যায় ব্যাংকক থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশের মানুষ নির্বাচন চায়, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন। যারা সংস্কার চাচ্ছে না, সেটা তাদের দলের ব্যাপার।

ডাকসু নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, সকলের অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হোক, এটাই প্রত্যাশা। গত ১৩ আগস্ট চোখের চিকিৎসার জন্য ব্যাংককে যান বিএনপি মহাসচিব। তার সঙ্গে যান সহধর্মিণী রাহাত আরা বেগম। এর আগে গত ১৪ই মে ব্যাংককের রুটনিন আই হসপিটালে বিএনপি মহাসচিবের চোখের অস্ত্রোপচার হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।