সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: সকালের প্রথম প্রহর। সাঁথিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় হেঁটে যাচ্ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিজু তামান্না। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে হঠাৎ তার নজরে পড়ে তৃতীয় শ্রেণির ছোট্ট মেয়ে হাফসা। ম্লান মুখ, গায়ে জীর্ণ ও ময়লা স্কুল ড্রেস— যা তার আর্থিক অবস্থার নীরব সাক্ষী।
মমতাময়ী দৃষ্টিতে এগিয়ে গিয়ে ইউএনও জিজ্ঞেস করলেন, “তোমার নতুন ড্রেস নেই?” লাজুক কণ্ঠে হাফসা জানাল, তার বাবা একজন দিনমজুর, সংসার চালাতে হিমশিম খেতে হয়, নতুন ড্রেস কেনা সম্ভব হয়নি।এই কথা শোনার পরই ইউএনও রিজু তামান্না আর দেরি করলেন না। নিজের উদ্যোগে কিনে দিলেন নতুন স্কুল ড্রেস। হাফসার চোখে ফুটে উঠল অশেষ আনন্দ আর কৃতজ্ঞতা।
এ ঘটনার পর থেকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসী সবাই প্রশংসায় ভাসাচ্ছেন এই মানবিক প্রশাসককে।মানবিক এই কাজের ব্যাখ্যা দিতে গিয়ে ইউএনও রিজু তামান্না বলেন, “প্রতিটি শিশুই স্বপ্ন দেখার অধিকার রাখে। দরিদ্রতার কারণে যেন কোনো শিশু পিছিয়ে না পড়ে— এটাই আমার চেষ্টা।”