হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে ২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- সিলেট জেলার মোংলাবাজার এলাকার আফজাল শরীফের পুত্র সেলিম মিয়া এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দিঘীরপাড় গ্রামের আঃ বারেকের পুত্র ইয়াছিন। অভিযানের সময় আঃ বাছিত পলাতক থাকে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার(১৩আগষ্ট) রাত ৩টার দিকে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা ওসি শেখ মো কামরুজ্জামান দিকনির্দেশনায় ও এএসআই সানোয়ারের নেতৃত্বে একটি সঙ্গীয় দল ইমামবাড়ী বাজারস্থ আঃ বাছিতের বসতঘরে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং সেলিম মিয়া ও ইয়াছিনকে গ্রেফতার করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) শেখ মো : কামরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং পলাতক আসামি আঃ বাছিতকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।”
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭