হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা এলাকায় মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুটি বেকারিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে নবীগঞ্জ পৌর এলাকার জেলা পরিষদ ডাকবাংলো রোডসংলগ্ন শেখ আলীশা ফুড ও মাওলানা স্পেশাল বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠান দুটির প্যাকেজ করা বেকারি পণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদ, নিট ওজনসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ ছিল না। এতে ভোক্তারা প্রতারিত হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন বলে উল্লেখ করেন কর্মকর্তারা।"ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮" অনুযায়ী, শেখ আলীশা ফুড (মালিক: আলমগীর মিয়া) এবং মাওলানা স্পেশাল বেকারি (মালিক: মো. আলেক মিয়া) – এই দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ও ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭