

উপজেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রেসক্লাবে মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে দেশের অন্যতম জনপ্রিয় আঞ্চলিক দৈনিক করতোয়া পত্রিকার ৫০ বর্ষপূর্তি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাজাহান আলী।এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন, কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক করতোয়া পত্রিকার কাজিপুর উপজেলা প্রতিনিধি আব্দুল জলিল সঞ্চালনায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, কাজিপুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম,কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি, বর্তমান নির্বাহী সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং করতোয়ার শুভাকাঙ্ক্ষীরা।
বক্তারা দৈনিক করতোয়ার অর্ধশতবর্ষ পূর্তিতে পত্রিকাটির অবদান ও ভূমিকা তুলে ধরে বলেন, দীর্ঘ ৫০ বছরে করতোয়া নিরপেক্ষ সংবাদ পরিবেশন, সমাজের সমস্যা তুলে ধরা এবং সাধারণ মানুষের পক্ষে কথা বলার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। তারা আরও বলেন, ডিজিটাল যুগে সংবাদপত্রের প্রতি মানুষের আস্থা ধরে রাখতে পেশাদারিত্ব, সত্যনিষ্ঠা ও মানবিক দৃষ্টিভঙ্গির বিকল্প নেই।
আলোচনা শেষে কেক কেটে করতোয়ার দীর্ঘায়ু, সমৃদ্ধি এবং ভবিষ্যতে আরও নিরপেক্ষ সাংবাদিকতা অব্যাহত রাখার জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা করতোয়ার পথচলায় শুভেচ্ছা জানান এবং আগামী দিনে আরও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত দৈনিক করতোয়া বর্তমানে উত্তরাঞ্চলসহ সারা দেশে একটি বিশ্বস্ত সংবাদমাধ্যম হিসেবে পরিচিতি লাভ করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭