নিজস্ব প্রতিবেদক: ঢাকা-পাবনা মহাসড়কের বেড়া উপজেলার একটি অংশে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। স্থানীয় পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।বর্তমানে বৃদ্ধাটি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তবে তাঁর নাম বা পরিচয় এখনো জানা যায়নি। তিনি নিজের পরিচয় দিতে অক্ষম বলে জানা গেছে।
এ বিষয়ে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, আহত বৃদ্ধার পরিচয় শনাক্ত করার জন্য সাধারণ জনগণের সহযোগিতা চাওয়া হচ্ছে। কেউ যদি তাকে চিনে থাকেন বা কোনো তথ্য দিয়ে সাহায্য করতে পারেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে:
📞 যোগাযোগ নম্বর: 01320-128773
পুলিশ ও চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃদ্ধার বয়স আনুমানিক ৭০ বছর। দুর্ঘটনার সময় তিনি একা ছিলেন এবং তার সঙ্গে কোনো ধরনের কাগজপত্র পাওয়া যায়নি।জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনও এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছে। কেউ যদি বৃদ্ধাটির পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারেন, তবে দ্রুত তার যথাযথ চিকিৎসা ও পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭