

ভোরের খবর ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্বী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ঘোষণা করেছে, এই পদে তারা কেউ মনোনয়ন ফরমই কিনবেন না।বাগছাস ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের ফেসবুকে লিখেছেন, “তন্বী আমাদের জুলাইয়ে জ্বলে ওঠা বিক্ষোভের উৎস।
তার প্রতি শ্রদ্ধা রেখে এই পদ শূন্য রাখা হয়েছে এবং তন্বীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে।”তন্বী বলেছেন, জুলাই আন্দোলন ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের সেবা ও ন্যায়ের প্রতিফলন ঘটানোর জন্য তিনি ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছেন এবং সমর্থন ও দোয়া প্রত্যাশা করছেন।সানজিদা আহমেদ তন্বী ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯–২০ সেশনের শিক্ষার্থী।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭