হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আকস্মিক একটি ট্রান্সমিটার বিস্ফোরণের ঘটনায় পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে প্রায় ১৫ ঘণ্টা ধরে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায় এবং সঙ্গে সঙ্গে উপকেন্দ্র থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো স্থাপনায়।ঘটনার পর বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রের প্রকৌশলী আব্দুল মান্নান জানান, হঠাৎ একটি ট্রান্সমিটার বিস্ফোরণের ফলে আগুন ধরে যায়। এতে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।হবিগঞ্জ পিডিবির সহকারী প্রকৌশলী তাবশির বিন বাশার বলেন, “আগুন এখন নিয়ন্ত্রণে। তবে বৈরী আবহাওয়ার কারণে সংস্কারকাজে কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা দ্রুত বিদ্যুৎ সরবরাহ সচল করতে কাজ করে যাচ্ছি।”
প্রাথমিকভাবে ট্রান্সফর্মারে কারিগরি ত্রুটিকে বিস্ফোরণের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জেলার মানুষ দীর্ঘ সময় বিদ্যুৎবিচ্ছিন্ন থাকায় ভোগান্তিতে পড়েছেন, বিশেষ করে গরমে শিশু ও বৃদ্ধদের কষ্ট বেড়েছে।বিদ্যুৎ সরবরাহ কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত সময় জানাতে পারেননি কর্মকর্তারা। তবে সংশ্লিষ্ট বিভাগ দ্রুত ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছে বলে জানিয়েছেন।