মুন্সীগঞ্জ প্রতিনিধি: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীবাড়ী উপজেলা সনাতনী সম্প্রদায়ের আয়োজনে শনিবার সকাল ৮ টা ৩০ মিনিটে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলার শ্রীশ্রী দুর্গা মন্দির হতে একটি র্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিব মন্দিরে এসে র্যালী টি শেষ হয়। টঙ্গীবাড়ী উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু কেশব ঘোষ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু পরিতোষ ঘোষ এর পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, টঙ্গীবাড়ী পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি মহাদেব গোপ,টঙ্গীড়ি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ দেবনাথ,মুন্সিগঞ্জ জেলা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন এর সদস্য বাবু ননী গোপাল মন্ডল, মুন্সিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য বিমল পাল, রঞ্জিত দেবনাথ, সাবেক মুন্সিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নবীন কুমার রায়,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক টিটু চৌধুরী, টঙ্গিবাড়ি পূজা উদযাপন পরিষদের সদস্য বিশ্বনাথ ঘোষ, টঙ্গীবাড়ী হিন্দু কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বিপ্লব গোপ, মুন্সিগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও টঙ্গিবাড়ী যুব ঐক্য পরিষদের সদস্য সচিব সুজন দেবনাথ সহ টঙ্গীবাড়ি উপজেলার পূজা উদযাপন পরিষদ ও ঐক্য পরিষদ সহ ১৩ টি ইউনিয়ন এর সনাতনী সম্প্রদায়।