টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন পাচগাও শান্তি সংঘ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫ টায় আসিফ একাডেমি বনাম রাতুল একাডেমির মধ্যকার খেলায় আসিফ একাডেমি বিজয়ী হয়। প্রথমে ব্যাট করতে নেমে রাতুল একাডেমি নির্ধারিত ৮ ওভারে ৮২ রান করতে সক্ষম হয়। ৮৩ রানের টার্গেটে খেলতে নেমে আসিফ একাডেমি ৬ বল হাতে রেখেই বিনা উইকেটে জয়ের লক্ষে পৌছে যায়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। পাচগাও শান্তিসংঘ যুব সংগঠনের সভাপতি মো: মোস্তাকিম ফকির এর সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাচগাও আল আকসা জামে মসজিদ এর সভাপতি মো: কাইয়ুম ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হালিম মোল্লা,এইচ এম ইমন, মাসুম হালদার, আওলাদ হোসেন ঢালু,সংগঠনের সহ সভাপতি মানিক খান, শামীম মোল্লা, সাধারণ সম্পাদক মোশাররফ খান,কোষাধ্যক্ষ রাজিব, সহ কোষাধ্যক্ষ রতন খান, সহ সাংগঠনিক সম্পাদক মামুন মোল্লা সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭