মুন্সীগঞ্জ প্রতিনিধি: “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো যুব দিবস। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১২আগষ্ট) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা,সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: শাহজাহান এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মোস্তাফিজুর রহমান।
সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো: মোশাররফ হোসেন এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা,টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো: মোজাফফর হোসেন শেখ, টঙ্গীবাড়ী থানার সাব ইন্সপেক্টর মো: নিজাম, প্রশিক্ষিত আত্মকর্মী মো: ইব্রাহিম, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মো: জাহিদ হাসান, সিনিয়র সাংবাদিক টিটু চৌধুরী, সাংবাদিক আপন সরদার, মাসুম হাসান আফিফ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, এনজিও প্রতিনিধি ও স্কুল কলেজের শিক্ষার্থীরা।
আলোচনা শেষে ১১জন যুব ও যুবতীদের মাঝে ১৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।