ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়ীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে রহিমা খাতুন মেধাবৃত্তি প্রদান


আগস্ট ২, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:   মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে রহিমা খাতুন মেধাবৃত্তি-২০২৫ প্রদান করা হয়েছে। উপজেলার ধীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ব্রাক্ষ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ১২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়। শনিবার (২ আগস্ট) দুপুর ১২:৩০ মিনিটে বিদ্যালয়ের হলরোমে বৃত্তিপ্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কানাডা প্রবাসী ইঞ্জিনিয়ার রেজাউল হক এর পৃষ্ঠপোষকতায় মেধাবৃত্তি প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অব:) মোঃ আবু বকর সিদ্দিক মোল্লা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উল্লাহ সুমন এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক লোকমান হোসেন এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রব মাল,আতিকুর রহমান, মিরকাদিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন সবুজ,রুহুল আমিন শেখ, মো: সেলিম ছৈয়াল, মিজান মোল্লা সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, অবিভাবক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।