মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের পূর্ব আলদি গ্রামে এক নির্মাণাধীন প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে টঙ্গীবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী তামান্না আক্তার।তামান্না জানান, “আমার ক্রয়কৃত জমিতে আমি প্রাচীর নির্মাণ কাজ শুরু করি। কাজ চলাকালে বহিরাগত কিছু লোক এসে শ্রমিকদের তাড়িয়ে দেয় এবং নির্মাণাধীন প্রাচীর ভেঙে ফেলে। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন প্রাচীরটি ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে এবং নির্মাণ সামগ্রী পাশেই পড়ে আছে।তামান্নার শাশুড়ি ঝর্ণা বেগম বলেন, “আমার ছেলে বিদেশে থাকায় আমরা জমি রক্ষণাবেক্ষণের জন্য দেয়াল নির্মাণ করছিলাম। নির্মাণ চলাকালীন সময়ে কিছু বহিরাগত লোকজন নিয়ে এসে ভাঙচুর চালায়। আমরা বিচার চাই।”এ ঘটনার প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক আক্তার হোসেন, মো. সোহাগ ও আব্দুর রহমান বলেন, “কিছু লোক এসে হুমকি দেয়। আমরা ভয়ে কাজ বন্ধ করে চলে যাই।
পরে ফিরে এসে দেখি দেয়াল ভেঙে ফেলা হয়েছে। একজন মহিলাকে আমরা দেয়ালের বিম ভাঙতে দেখেছি।”অভিযুক্ত জায়েদা বেগম দেয়াল ভাঙার কথা অস্বীকার করে বলেন, এই দেয়াল কে বা কাহারা ভাঙছে সেটা আমি জানিনা। তিনি আরও বলেন, তারা জায়গা কিনেছে ৪দাগে। দাগ অনুযায়ী তাদের জায়গা না নিয়ে তারা একপাশ দিয়ে জায়গা দখল করছে।এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।