টঙ্গিবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ছাত্রদল নেতা ফাহিম শেখের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে। ফাহিম বালিগাঁও ইউনিয়ন ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক এবং স্থানীয় ফারুক শেখের ছেলে।স্থানীয়রা জানায়, গণঅভ্যুত্থানের পর থেকে ফাহিম ছাত্রদল নেতা হিসেবে পরিচিতি পেয়ে বড় বড় ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার শুরু করেন। এরপর বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে নিয়মিত চাঁদাবাজি শুরু করেন তিনি ও তার পিতা ফারুক শেখ।
বালিগাঁও বাজারের ফুটপাতের ব্যবসায়ী রাজীব অভিযোগ করেন, "ফাহিম শেখ ও ফারুক শেখ আমার কাছে চাঁদা দাবি করেন। আমি অস্বীকৃতি জানালে তারা মারধর করতে আসেন।" অন্য ব্যবসায়ী সাদ্দাম বলেন, "চাঁদা না দিলে ফারুক শেখ এসে গালমন্দ করেন।"নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান, ফারুক শেখ তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন। রাজি না হওয়ায় টাকার লোভ দেখানো হয় তাতেও রাজি না হলে মামলা দেওয়ার হুমকি দেন। একবার রাস্তায় গাড়ি থামিয়ে মারধরও করেছেন তিনি।
এছাড়া দোকানদার মানিক, ফাহাদ হালদার ও হাসানও তাদের ওপর নির্যাতনের কথা জানান। হাসান জানান, "মসজিদে জুতা রাখাকে কেন্দ্র করে ফারুক শেখ আমাকে চর থাপ্পড় দেন।"এলাকাবাসী ফাহিম ও ফারুক শেখের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বর্তমানে এলাকাবাসী আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করবে এবং চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
এব্যাপারে অভিযুক্ত ফাহিম শেখ বলেন, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। বাজারের ইজারাদার আমাকে খাজনা তুলতে বলায় আমি খাজনার টাকা চেয়েছি।এবিষয়ে বালিগাঁও বাজারের ইজারাদার আবু সাঈদ মিয়া বলেন, আমার একার পক্ষে পুরো বাজারের খাজনা তোলা কষ্টকর হওয়ায় আমি ফাহিম শেখকে খাজনার টাকা তুলতে বলি।মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম বলেন, যদি তার বিরুদ্ধে চাঁদাবাজির কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে তাকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কার করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭