টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আলু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। বৃহস্পতিবার (২৮অক্টোবর) রাত ৯ টায় হাসাইল-টঙ্গীবাড়ী সড়কের মটুকপুর মোল্লা বাড়ি জামে মসজিদের উল্টো পাশে এ দুর্ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি৷ স্থানীয়রা জানান,অদক্ষ ড্রাইভার দিয়ে গাড়ি চালানোর কারনেই এই দুর্ঘটনা ঘটেছে। রাস্তা দেখে গাড়ি চালালে এই দুর্ঘটনা ঘটতোনা।
ট্রাকচালক সোহাগ মিয়া(২৬) জানান, সিদ্ধেশ্বরী কোল্ড স্টোরেজ থেকে ১৫টন আলু চট্রগ্রামে আড়তে নিয়ে বিক্রির উদ্দেশ্যে রওনা হই। পরে মটুকপুর মসজিদের সামনে আসলে রাস্তা ভাঙা হওয়ায় ট্রাকের চাকা ভাঙার ভিতর পরে গেলে সাথে সাথে গাড়ি খাদে পরে যায়। গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়াও হতাহতের ঘটনা ঘটেনি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭