ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে “চলমান সংকট নিরসনে তওহীদ ভিত্তিক রাষ্ট্র গঠনের বিপল্প নেই” শীর্ষক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ টায় ঝিনাইদহ শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে, ঝিনাইদহ জেলা হেযবুত তওহীদ এর আয়োজনে ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তানভীর হোসেন, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মিলন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক রাকিব আল হাসান লিহি। এছাড়াও বিভিন্ন উপজেলার সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন ।সভাপতিত্ব করেন হেযবুত তওহীদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আজমল হোসাইন ।সঞ্চালনা করেন হেযবুত তওহীদ ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
বক্তাগণ বলেন সংকটে মুক্তির একমাত্র পথ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর আনুগত্য করা এবং আল্লাহ পাকের দেওয়া বিধান আলকোরআনের আলোকে জীবন গড়া ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোরআনের আইন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়া। রাষ্ট্র সংস্কারের এক দফা এক দাবি পেশকালে আরো বলেন
বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থার সংস্কার করতে হলে বর্তমানের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশের স্থিতিশীলতা রক্ষায় অনাচার অবিচার, সুদ ঘুষ দূর্নীতি, অপপ্রচার, অপরাজনীতি, পরিবারতন্ত্র ইত্যাদি বন্ধের লক্ষ্যে অনেকেই রাষ্ট্র সংস্কারের কথা বলছেন, শুধু প্রশাসনিক কাঠামোর গুটিকয় সংস্কারসাধন লাভ হবে না, বর্তমানে যে রাষ্ট্রকাঠামো বা সিস্টেম দিয়ে আমাদের দেশের রাজনীতি, অর্থনীতি, প্রশাসন পরিচালিত হচ্ছে, সেই প্রচলিত ব্যবস্থাকেই আমূল পরিবর্তন করে সকল ধর্ম বর্ণ পেশার মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ সুশৃঙ্খল, ভারসাম্যপূর্ণ একটি রাষ্ট্রব্যবস্থা প্রবর্তন করতে হবে। মূলত মানবরচিত জিবন বিধান দিয়ে যত মানব মহান নেতা বা দলই দেশ শাসন করুক তারা ব্যর্থ হতে বাধ্য । মানুষের কল্যাণে জান মালের নিরাপত্তার স্বার্থে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নেই ।কর্মী সম্মেলনে প্রায় ৩০ জন সাধারণ মানুষ তারা হেযবুত তওহীদের কর্মকান্ডের প্রতি একামত পোষণ করে অঙ্গীকারের মাধ্যমে নতুন সদস্য হিসেবে বায়াত গ্রহণ করেন।কর্মী সম্মেলনে প্রধান অতিথি নিজাম উদ্দিন হেযবুত তওহীদ এর এমাম হোসাইন মোহাম্মদ সেলিম রচিত “তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা” বইটি সংগ্রহ করে পড়ার জন্য কর্মীদের বলেন।