

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সেনাবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫৬ কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (২০ আগস্ট ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চানপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দুটি বস্তায় রাখা ৫৬ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জালালাবাদ গ্রামের সুনীল চন্দ্র দেবের ছেলে সুসেন দেব (৩৬) এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পশ্চিম ভবানীপুর গ্রামের মৃত হাজী খলিল উল্লাহর ছেলে আবু বক্কর (৩৫)।
সেনাবাহিনীর সূত্রে জানা যায়, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক পরিবহনের বিষয়টি স্বীকার করেছেন। অভিযানকালে উদ্ধার হওয়া মাদক ও আটককৃতদের চুনারুঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, “সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত এই অভিযান অত্যন্ত সফল। আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭