হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। শনিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার উবাহাটা ইউনিয়নের নতুন ব্রিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন মো. আকবর আলী (৩৫)। তিনি চুনারুঘাট উপজেলার উসমানপুর গ্রামের বাসিন্দা এবং মামলার এজাহারে ২ নম্বর আসামি।
র্যাব-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে চারটার দিকে অভিযান চালিয়ে আকবর আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।মামলার বিবরণে জানা গেছে, গত বছরের অক্টোবর মাস থেকে দুই ব্যক্তি মিলে এক প্রতিবন্ধী গৃহবধূকে একাধিকবার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। পরবর্তী সময়ে শারীরিক জটিলতা দেখা দিলে ভিকটিমের ডাক্তারি পরীক্ষায় জানা যায়, তিনি ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা।
এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র্যাব।র্যাব-৯ আরও জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭