নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুবার্ষিকীতে তার অবদানের কথা স্মরণ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।বুধবার (১৪ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে চিকিৎসায় অবহেলার কারণে পিজি হাসপাতালের প্রিজন সেলে আল্লামা সাঈদী ইন্তেকাল করেন। অসুস্থ অবস্থায় কাশিমপুর কারাগার থেকে ঢাকায় আনার পরও তার চিকিৎসায় যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, মৃত্যুর পর ঢাকায় জানাজা আয়োজনের দাবিতে জনগণ সমবেত হলে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলি চালায়, যাতে অনেকে আহত হন। পরে পিরোজপুরে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।বিবৃতিতে জামায়াত আমির সাঈদীর দীর্ঘ দাওয়াতি, তাফসিরি ও রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে বলেন, তার রচিত গ্রন্থ, বক্তব্য ও প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান যুগ যুগ ধরে মানুষকে ইসলামী আদর্শে উদ্বুদ্ধ করবে। তিনি সত্য ও ন্যায়ের নির্ভীক কণ্ঠস্বর ছিলেন এবং সারাজীবন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ও মানবতার কল্যাণে কাজ করে গেছেন।আল্লামা সাঈদীর মৃত্যুকে “শাহাদাতের মৃত্যু” হিসেবে কবুল করার জন্য আল্লাহর নিকট দোয়া করেন ডা. শফিকুর রহমান এবং তার জীবনের স্বপ্ন—একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতাকর্মী ও দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭