কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে কিশোরগঞ্জের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে গণ–সমাবেশ আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা। এতে প্রধান অতিথি ছিলেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
সমাবেশে বিএনপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তিনি বলেন, “চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার ও ভাইরাল হলে গ্রেপ্তার—এই নীতি নিয়ে বিএনপি চলছে।” তিনি অভিযোগ করেন, বিএনপি দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে এবং সিলেটে শত শত কোটি টাকার সাদা পাথর লুট করছে।মুফতি ফয়জুল করীম বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। কারণ দেশের ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে। আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি ভোট বাক্স থাকবে, ইসলামের পক্ষের সবাই সেই বাক্সে ভোট দেবে।”
তিনি আরও বলেন, “সত্য কথা বলায় বিএনপি এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে মামলা করেছে। অথচ তাদের মুক্ত পরিবেশে রাজনীতি করার পেছনে সারজিসদের অবদান রয়েছে। তারেক রহমানের দেশে ফেরার স্বপ্ন, নেত্রীকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করানো—সবই তাদের অবদানের কারণে সম্ভব হয়েছে।”
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই অভ্যুত্থান শুধু নির্বাচনের জন্য হয়নি। আমরা সংস্কার, অপরাধীদের বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। এতে সব দল সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাবে, তাই পিআর পদ্ধতির বিকল্প নেই।”গণসমাবেশে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদার। এতে আরও বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, ফরিদপুরের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, আজিজুর রহমান জার্মানি প্রমুখ।