সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে এবং মুনসুর নগর ইউনিয়নের ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সদস্য নবায়ন ও ফরম বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ২ আগস্ট দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় চরগিরিশ ইউনিয়নে এবং বিকেলে ৫ টায় অনুষ্ঠিত হয়। মুনসুর নগর ইউনিয়নে এ সভায় দুই ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড পর্যন্ত সদস্য নবায়ন কার্যক্রম পরিচালিত হয়। এই কার্যক্রমটি ছিল বিএনপির ওয়ার্ড পর্যায়ের পুনর্গঠন ও সাংগঠনিক তৎপরতা জোরদারের অংশ হিসেবে দলের কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আয়োজিত।
চরগিরিশ ও মুনসুর নগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি যথাক্রমে সভায় সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি ও বক্তারা:
* প্রধান অতিথি: শ্রী অমর কৃষ্ণ দাস — সহ-সভাপতি, সিরাজগঞ্জ জেলা বিএনপি
* প্রধান বক্তা: মোঃ সেলিম রেজা — সাবেক সভাপতি, কাজিপুর উপজেলা বিএনপি
* বিশেষ অতিথি:নাজমুল হাসান তালুকদার রানা — সহ-সভাপতি, সিরাজগঞ্জ জেলা বিএনপিরুমানা মোর্শেদ কনকচাঁপা — সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটিপ্রভাষক আব্দুস সালাম — সাবেক সাধারণ সম্পাদক, কাজিপুর উপজেলা বিএনপিএডভোকেট রবিউল হাসান — সাবেক সিনিয়র সহ-সভাপতি, কাজিপুর উপজেলা বিএনপি
অন্যান্য অতিথিবৃন্দ:
* আব্দুল মালেক স্বপন চেয়ারম্যান — সাবেক সহ-সভাপতি, উপজেলা বিএনপি
* সাইদুল ইসলাম ও শহিদুল ইসলাম বাবু — সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক
* সাজ্জাদুর রহমান বাবলু — সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা যুবদল
* নাসির উদ্দীন রতন,মিজানুর রহমান বাবলু — সাবেক সাংগঠনিক সম্পাদক, যুবদল
* মঞ্জুর রশিদ রানা — আহ্বায়ক, উপজেলা যুবদল
* মোঃ জুয়েল রানা — আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল
* এস.এম. শামীম রেজা রুবেল — সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল
* রাশেদুল হাসান রিপন — আহ্বায়ক, ছাত্রদল
* আশিকুর মাহমুদ — যুগ্ম আহ্বায়ক, ছাত্রদল
অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, “এই সদস্য নবায়ন কার্যক্রম শুধু আনুষ্ঠানিকতা নয়—এটি গণতান্ত্রিক আন্দোলনকে সংগঠিত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এতে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি হচ্ছে।”
অনুষ্ঠানে চরগিরিশ ও মুনসুর নগর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকেও প্রায় ১৫০ জন করে সদস্য ফরম পূরণ করেছেন, যা দলটির সাংগঠনিক বিস্তৃতি ও আগ্রহের প্রতিফলন।