স্টাফ রিপোর্টার: গাইবান্ধায় এক নারীকে গাছে বেঁধে পিটিয়ে, মাথার চুল কেটে, শরীরে রং ঢেলে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, একটি আম গাছের গোড়ায় নারীকে দরি দিয়ে বেঁধে রাখা হয়েছে। হাত ও কোমড় পযর্ন্ত বাঁধা। পাশে শিশুসহ লোকজন দাঁড়িয়ে আছে। তাদের পা দেখা যাচ্ছে কিন্তু তাদের চেনা যাচ্ছে না। এক পাশে জুতা পড়ে আছে। মাথায় কোনো কাপড় নেই। মাথার মাঝখানে চুল কাটা, পোশাক এলোমেলো। চোখে মুখে নির্যাতনের ছাপ। অসহায় দৃষ্টিতে একদিকে তাকিয়ে আছেন।
ভাইরাল ছবিটি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্ধা গ্রামের দুলা মিয়ার স্ত্রীর। তার নাম শহিদা বেগম (৪০)। তিন সন্তানের জননী।শুক্রবার দুপুরে ওই গ্রামের স্থানীয় ও ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলে জানা গেছে, ভুক্তভোগী নারীকে দীর্ঘদিন ধরে প্রভাবশালী প্রতিবেশী ইউনুস মিয়া ও তার লোকজন হেয় করতে নানা ভাবে হয়রানি করে আসছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭