কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ রেলওয়ে থানাধীন গচিহাটা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারের রুমের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর রাত ৩টা ৪৫ মিনিটে সংঘটিত এ ঘটনায় স্টেশন থেকে কম্পিউটার, রাউটার, আইপিএস মেশিন ও টিকিট বিক্রির বিভিন্ন সরঞ্জামসহ নানা মালামাল চুরি হয়।
খবর পেয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেতৃত্বে এসআই বায়জিদ মৃধা, এএসআই মালেক ও সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান। এ সময় দূর্ধর্ষ চোর সাইফুল ইসলাম শরীফ (৩২), পিতা নুরুল ইসলাম, গ্রাম সহশ্রাম, থানা কটিয়াদী, জেলা কিশোরগঞ্জকে গ্রেফতার করা হয়।
পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তার বসতঘরে অভিযান চালিয়ে চোরাই কম্পিউটার, রাউটার, আইপিএস মেশিন ও টিকিট বিক্রির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, গ্রেফতারকৃত সাইফুল ইসলাম শরীফের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।ওসি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং চুরির সঙ্গে আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।