রংপুর প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় কেন্দ্রীয় দূর্গা ও কালি মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি-২০২৫ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দিনব্যাপী পূজা-অর্চনা, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে এ উৎসব উদযাপিত হয়।
এদিন দুপুর ১২টায় পূজা-অর্চনার মধ্য দিয়ে আয়োজন শুরু হয়। বিকেল ৩টায় মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি কমল কান্ত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, জাতীয় প্রচার দলের কেন্দ্রীয় কমিটিরসহ সভাপতি রুহুল আমিন, মহানগর জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি ও রংপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী রায়হান সিরাজী, গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও রংপুর -১ আসনের মনোনীত প্রার্থী হানিফ খান সবজি এবং ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মুহাম্মাদ আনিছুর রহমান, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান এবং গঙ্গাচড়া উপজেলা বিএনপির সেক্রেটারি আইয়ুব আলী।
অনুষ্ঠানে বক্তরা বলেন, শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল যুগে যুগে দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য। কৃষ্ণের আবির্ভাব যে মহতী উদ্দেশ্যে হয়েছিলো,সেই শিক্ষা আমাদের একটি বৈষম্যহীন সমাজ গঠনের জন্য হতে পারে ইতিবাচক ম্যাসেজ। আবহমানকাল থেকে আমরা মুসলিম – হিন্দু -বৌদ্ধ ও খ্রিষ্টান মিলে যে সম্প্রীতির বাংলাদেশে বসবাস করছি আমরা সেই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সকল ধর্মীয় উস্কানীমূলক কর্মকাণ্ডের বিপক্ষে সজাগ আছি।
এছাড়াও আয়োজনে অংশ নেন গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান (দুল), লক্ষ্মীটারি ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, উপজেলা জামায়াতের আমীর নায়েবুজ্জামান, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সভাপতি রিফাত চৌধুরী, ইসলামী আন্দোলন গঙ্গাচড়া উপজেলা সেক্রেটারি ইউনুছ আলী, শ্রী বিমল চন্দ্র বর্মন, বাবু তপন কুমার রায় প্রমুখ।