রংপুর প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রাম (এপি) এর উদ্যোগে এবং গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় যুব ও শিশু সমাবেশ অনুষ্ঠিত্ব হয়েছে।বুধবার ১৩ আগষ্ট সকালে উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়াম হলরুমে খ্রীস্টিনা ক্রশ এর সঞ্চালনায় সমাবেশটি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম অপারেশনের ডিপুটি ডিরেক্টর জেনী মিলড্রেট ডি ক্রশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।
উপজেলা নির্বাহী অফিসার বলেন যে., শিশু ও যুবদের গুরুত্ব অপরিসীম, কেননা আগামী দিনে তারাই সমাজ ও দেশের দায়িত্ববান নাগরিক হয়ে উঠবে এবং শিশুদের ভবিষ্যৎ এবং যুব সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সমাবেশের মাধ্যমে শিশু ও যুবাদের মধ্যে মানসিক, সামাজিক, নেতৃত্ব এবং সৃজনশীলতার বিকাশ ঘটবে।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম অপারেশনের ডিপুটি ডিরেক্টর জেনী মিলড্রেট ডি ক্রশ বলেন, শিশু ও যুব সমাবেশের মাধ্যমে শিশু ও যুবারা বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করে এবং সমাধান খোঁজার চেষ্টা করে ফলশ্রতিতে শিশু ও যুবাদের মধ্যে নেতৃত্ব, উদ্ভাবনী ক্ষমতা এবং সামাজিক দায়িত্ববোধের বিকাশ ঘটে।
” আমার জীবন, আমার স্বপ্ন’ এ স্লোগানের আলোকে শিশু ও যুব ফোরামের সদস্যদের পরিবেশনায় নৃত্য, সংগীত ও অভিনয় পরিবেশন করা হয়।। হলরুমের দেয়ালে দেয়ালে প্রর্দশিত হয় শিশু ও যুবাদের বিভিন্ন কার্যক্রম ও তথ্য সম্বলিত দেয়াল পত্রিকা ।যুব ও শিশু সমাবেশে শিশু ও যুবারা তাদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা এবং বিভিন্ন ধারণা বিনিময়ের একে অপরের সাথে অভিজ্ঞতা ভাগ করে নেয়, যা তাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে সাহায্য করে এবং সামাজিক বন্ধন তৈরি করে।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার মাহফুজার রহমান,গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো: আল এমরান,উপজেলা প্রাণিসম্পদ অফিসার মাহফুজার রহমান, উপজেলা সমাজে সেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজামান চয়ন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম, স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা কর্মকর্তা এ্যাপোলো দাস, ফারুক হোসাইন, গ্লোরিয়া রোজারিও, ইশী বাড়ই, মনিকা রায় ও জনী নকরেক, গণমাধ্যম কর্মী , জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, শিশু ও যুব প্রতিনিধি, শিক্ষক মন্ডলী, এনজিও প্রতিনিধি সহ সচেতন ও সামাজিক গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।