ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

খিরাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সময়ের আগেই ছুটি: তদন্তের আশ্বাস উপজেলা শিক্ষা কর্মকর্তার


আগস্ট ৪, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

কাজিপুর প্রতিনিধি:   আজ ৪ আগস্ট সোমবার দুপুর ২ টায় সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ৬২নং খিরাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সময়ের আগেই ছুটি দিয়ে শিক্ষকরা বিদ্যালয় ত্যাগ করেন—প্রতিদিন চলে যায় শিক্ষকরা। এতে শিক্ষার্থীরা তাদের ন্যায্য পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে বলে দাবি করেছেন অভিভাবক ও এলাকাবাসী।

সরকারি নিয়ম অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত। তবে স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন বিদ্যালয়ে দুপুর ২টার আগেই কার্যক্রম বন্ধ হয়ে যায়, এবং শিক্ষকরা প্রতিষ্ঠান ত্যাগ করেন। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক প্রভাব পড়ছে।এ বিষয়ে খিরাইকান্দি গ্রামের একজন অভিভাবক বলেন,
“আমার ছেলে প্রতিদিন স্কুলে যায় ঠিকই, কিন্তু দুপুর ২টার মধ্যেই ফিরে আসে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান বলেন,
“এমন অভিযোগ আমার কাছে আসেনি। তবে আপনার মাধ্যমে জানতে পারলাম। আমি দ্রুত বিষয়টি খতিয়ে দেখব। এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”তিনি আরও বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ের সময়সূচি পালন করতে হবে। কোনোভাবেই এর ব্যত্যয় সহ্য করা হবে না।”এদিকে, এলাকাবাসীর দাবি—প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য বিদ্যালয়গুলোর প্রতি নিয়মিত তদারকি বাড়ানো প্রয়োজন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।