ভোরের খবর ডেস্ক: ইনস্টাগ্রাম আবারও কিশোর ব্যবহারকারীদের জন্য নিরাপত্তা বাড়ানোর ঘোষণা দিয়েছে। এবার মূল ফোকাস হলো সন্দেহভাজন বার্তা এবং অচেনা মানুষের সঙ্গে অপ্রত্যাশিত যোগাযোগ বন্ধ করা। মেটা বলছে, এই আপডেট ইনস্টাগ্রামকে “ডিফল্টভাবে নিরাপদ” করে তুলবে কিশোরদের জন্য। যদিও এরকম দাবি আগেও করা হয়েছে, তবে এবার বেশ কিছু বাস্তব পরিবর্তন চোখে পড়ার মতো।
অপরিচিত কেউ আর বার্তা পাঠাতে পারবে না
যদি ব্যবহারকারী ১৮ বছরের নিচে হন এবং কাউকে ফলো না করেন, তাহলে সেই ব্যক্তি আর কোনোভাবেই তাকে বার্তা পাঠাতে পারবে না। এটি প্রযোজ্য ভেরিফায়েড অ্যাকাউন্ট, ব্র্যান্ড, ইনফ্লুয়েন্সার বা অন্য যে কারও ক্ষেত্রে যারা কিশোর ব্যবহারকারীর ‘ফলো করা’ তালিকায় নেই।আগে একটি সীমিত বার্তা (ছবি বা ভিডিও ছাড়া) পাঠানো যেত, কিন্তু এখন সেটা পুরোপুরি বন্ধ। ফলে স্প্যাম, ঝুঁকিপূর্ণ বার্তা এবং বিব্রতকর পরিস্থিতির সম্ভাবনা কমবে।
প্রাপ্তবয়স্কদের জন্যও নতুন নিয়ম
প্রাইভেসি সেটিংসে বাড়ছে কড়াকড়ি
নতুন কিশোর অ্যাকাউন্টের জন্য আগে থেকেই প্রাইভেট প্রোফাইল চালু ছিল ডিফল্ট হিসেবে। এখন সেই সুরক্ষা আরও বাড়ানো হচ্ছে। ইনস্টাগ্রাম নিয়মিতভাবে কিশোরদের প্রাইভেসি রিভিউ করার জন্য উৎসাহিত করবে। যেমন কে তাদের ট্যাগ করতে পারবে, কে মেনশন করতে পারবে, এবং কে তাদের স্টোরি দেখতে পারবে। যদি মেটা বুঝতে পারে কোনো কিশোরের প্রোফাইল অতিরিক্তভাবে উন্মুক্ত, তাহলে তাকে সতর্কবার্তা পাঠানো হবে।
মেটা বলছে, এই পরিবর্তন কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতারা মেটাসহ বড় টেক কোম্পানিগুলোর ওপর চাপ দিচ্ছে যেন তারা কিশোরদের জন্য অনলাইন নিরাপত্তা নিশ্চিত করে। কিশোরদের মানসিক স্বাস্থ্য, অনৈতিক বার্তা, ও আপত্তিকর কনটেন্ট নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। এই আপডেট মেটার একরকম বার্তা “আমরা কাজ করছি”, যাতে কঠিন সরকারি পদক্ষেপের আগেই কিছু নিয়ন্ত্রণ নেয়া যায়।যদি আপনি একজন অভিভাবক বা কিশোর ব্যবহারকারী হন, তাহলে এই নতুন নিয়ম কিছুটা হলেও নিশ্চিন্ত হতে সাহায্য করবে। যদিও কোনও নিরাপত্তা ব্যবস্থা একশ শতাংশ নিরাপদ নয়, তবুও অপরিচিতদের মেসেজ বন্ধ এবং ফলোয়ার সীমাবদ্ধতা ইনস্টাগ্রামকে আরও নিরাপদ ও কম বিশৃঙ্খল করে তুলবে।