ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

কাজিপুরে রোপা আমন ধান রোপণে সরগরম মাঠ-ঘাট


আগস্ট ৩০, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

কাজিপুর উপজেলা প্রতিনিধি:     সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় এখন চারদিকে রোপা আমনের ব্যস্ততা। জমি প্রস্তুত থেকে শুরু করে চারা রোপণ—সবখানেই কৃষকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে গ্রামাঞ্চল।এ বছর বড় ধরনের বন্যা না থাকায় কৃষকেরা আগেভাগেই মাঠে নেমেছেন। টানা বৃষ্টির পাশাপাশি শেলো মেশিনে পানি তুলে জমি আবাদ উপযোগী করছেন তারা। ফলে উপজেলার সর্বত্রই রোপা আমনের চাষে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

কাজিপুরের বিভিন্ন ইউনিয়নের কৃষকরা কেউ নিজেদের বীজতলার চারা ব্যবহার করছেন, আবার কেউ স্থানীয় হাট থেকে কিনে জমিতে রোপণ করছেন। পোড়াবাড়ী ও চরাঞ্চলসহ বিভিন্ন হাটে প্রতিপন (৮০ মুঠা) চারা বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকায়।

পানাগাড়ী গ্রামের কৃষক শওকত বলেন,
“এই বছরে বন্যা না থাকায় সময়মতো জমি তৈরি করতে পেরেছি। শেলো মেশিনে পানি তুলে চারা লাগাচ্ছি। তবে অতিবৃষ্টিতে কিছু বীজতলা নষ্ট হওয়ায় চারা সংকট দেখা দিয়েছে এবং দামও বেড়েছে।”

একই গ্রামের কৃষক আবদুল রশিদ জানান,
“এই ধানের ফলন ভালো হয়, খরচও তুলনামূলক কম।”

এদিকে রোপণ মৌসুমে শ্রমিক সংকট দেখা দেওয়ায় কামলার মজুরি বেড়ে গেছে বলে অভিযোগ করেছেন কৃষকেরা।

কাজিপুর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান,
“উপজেলায় এবার রোপা আমনের আবাদ বেড়েছে।এবার উপজেলা ১০ হাজার ৯ শত হেক্টর জমিতে চারা রোপণ সম্পন্ন হয়েছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। পাশাপাশি মাঠ পর্যায়ে কৃষকদের সর্বোচ্চ সহায়তা দেওয়া হচ্ছে। সরকারি চাহিদার প্রায় ৯৫ শতাংশ জমিতে রোপণ সম্পন্ন হয়েছে।”

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।