ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

কাজিপুরে যমুনা ইছামতিতে বাড়ছে পানি, প্লাবিত চরাঞ্চলের নিম্নভূমি


আগস্ট ১৬, ২০২৫ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি:   উজান থেকে নেমে আসা পাগাড়ী ঢল ও অতিবৃষ্টির কারণে সিরাজগঞ্জের কাজিপুর পয়েন্টে যমুনা বিপৎসীমার ছুঁই ছুঁই করছে। এর ফলে চরাঞ্চলের অনেক ফসলী জমিতে পানি প্রবেশ করেছে। সেই সাথে কাজিপুরের পশ্চিম সীমানা দিয়ে প্রবাহিত ইছামতির পানিও কূল উপচে অনেক ফসলী জমিতে প্রবেশ করেছে। সেইসাথে কিছু কিছু এলাকা দেখা দিয়েছে ভাঙন।

সিরাজগঞ্জ পাউবো সূত্রে জানা গেছে, শনিবার (১৬ আগস্ট) সকালে জেলার কাজিপুর উপজেলার মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ০৪ মিটার। ২৪ ঘন্টা ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪.৮০ মিটার)। এ পয়েন্টে আগের গত দুদিন যথাক্রমে ২৪ ও ২২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

অপরদিকে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪৭ মিটার। গত ২৪ ঘণ্টায় ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৩ মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২.৯০ মিটার)। এ পয়েন্টে গত বৃহস্পতিবার ও শুক্রবার পানি বৃদ্ধির পরিমাণ ছিলো যথাক্রমে ২৩ সেন্টিমিটার এবং শুক্রবার ২২ সেন্টিমিটার।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসাইন বলেন, উজানে অনেক বৃষ্টিপাত হয়েছে। সেই সাথে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে যমুনায় পানি বাড়ছে। ফলে চরাঞ্চলের কিছ কিছু নিচু এলাকায় পানি ঢুকেছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা পানি বাড়তে পারে। যমুনার পানি বিপৎসীমার কাছাকাছি গেলেও তা অতিক্রম করার সম্ভাবনা নেই বলে তিনি জানান।কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম বলেন, যে পানি বাড়ছে তাতে করে কৃষকের তেমন কোন ক্ষতির সম্ভাবনা নেই। আমাদের উপসহকারি কৃষি অফিসারগণ কৃষকদের খোঁজ খবর নিচ্ছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।