কাজিপুর উপজেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় ১২ মেট্রিক টন চাল উদ্ধার করেছে।বৃহস্পতিবার বিকেলে উপজেলার মেঘাই এলাকার পৃথক দুটি গুদাম থেকে মজুদ করা এই চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই গুদামের মালিক পলাতক রয়েছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেঘাই খাদ্যগুদামের পশ্চিমপাশে রাস্তা সংলগ্ন সোলাইমান হোসেনের গুদাম থেকে ৫০ কেজির ৪৫টি বস্তা ও ৩০ কেজির ৪৪টি বস্তার সরকারি চাল উদ্ধার করা হয়। পরে একই তথ্যের ভিত্তিতে মেঘাই গ্রামের সাব্বিরের গুদাম থেকে ৫০ কেজির ২৮টি বস্তা ও ৩০ কেজির ২২৬টি বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চালগুলো উপজেলা খাদ্যগুদামে সংরক্ষিত রয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত আলী খাঁন হিমেল বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল দুটি গুদামে মজুদ রয়েছে। পরে সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চালগুলো উদ্ধার করা হয়। এবং গুদাম গুলো সিলগালা করা হয়। গুদামের দুই মালিক পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।অভিযানের সময় কাজিপুর উপজেলা খাদ্য পরিদর্শক সায়েম রায়হান চৌধুরী, এনএসআইয়ের কর্মকর্তা ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।